Logo

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন বাতিল নয়: হাইকোর্ট

profile picture
জনবাণী ডেস্ক
৪ জানুয়ারী, ২০২৪, ০১:১৩
110Shares
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন বাতিল নয়: হাইকোর্ট
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট

বিজ্ঞাপন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ জানুয়ারি) এ বিষয়ে করা আবেদনের শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন এমএ লতিফ প্রধান ও দেলোয়ার হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ৮ ডিসেম্বর প্রাথমিকের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল, রংপুর ও সিলেট বিভাগের ১৮টি জেলার মোট ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন পরীক্ষার্থী আবেদন করেন।

পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১২৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে রংপুর বিভাগের ৯৬ জন ও বরিশাল বিভাগের ২৮ জন। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রশ্নপত্র ফাঁস, অব্যবস্থাপনা ও উত্তরপত্র জালিয়াতির অভিযোগ প্রথম ধাপের পরীক্ষা বাতিল চেয়ে ১২ ডিসেম্বর রিট করা হয়। বরিশাল বিভাগের পরীক্ষার্থী ফাতেমা আক্তার সাথী রিট আবেদনটি করেন। রিট করার আট দিন পর ২০ ডিসেম্বর প্রথম পর্বের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হন।

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD