অধ্যাপক ডা. আব্দুস সোবহানের মৃত্যুতে বিএসএমএমইউ উপাচার্যের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪
প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সোবহান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুস সোবহান মারা যান (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আরও পড়ুন: বেনাপোল এক্সপ্রেসসহ চলবে না যেসব ট্রেন
অধ্যাপক ডা. আব্দুস সোবহান ছিলেন পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ও ঢাকা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের সাবেক সভাপতি ছিলেন।
এদিকে মরহুম অধ্যাপক ডা. আব্দুস সোবহান এর নামাজে জানাজা শনিবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চাইলেই বাঁচতে পারতেন, স্ত্রী-সন্তান রেখে বের হননি
নামাজে জানাযার ইমামতি করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ।
আরএক্স/