ভোটের দিন যেমন থাকবে আবহাওয়া


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪


ভোটের দিন যেমন থাকবে আবহাওয়া
ফাইল ছবি

দেশে বর্তমানে কয়েকদিন ধরে ঘন কুয়াশার সঙ্গে শীতের দাপট চলছে। এমন অবস্থায় ভোটের দিন রবিবার (৭ জানুয়ারি) আবহাওয়া কেমন থাকবে সেই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।


শনিবার (৬ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


আরও পড়ুন: আবারও সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, জনপদ বিপর্যস্ত


এ অবস্থায় রবিবার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন: দিনাজপুরের তাপমাত্রা নামলো ৯ ডিগ্রিতে


এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন

নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সামায়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে।


জেবি/এসবি