Logo

গাজীপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারী, ২০২৪, ০৩:১৯
57Shares
গাজীপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ১৫ মিনিটের মতো আমার এখানে ছিলেন।

বিজ্ঞাপন

গাজীপুরের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।

রবিবার (৮ জানুয়ারি) দুপুরে গাজীপুর-৩ আসনের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র১ ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ দুটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন তাঁরা।পরিদর্শনের সময় তাঁরা দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সাথে নানা বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন।তবে এ প্রতিনিধি দলে কারা ছিলেন তাদের নাম—পরিচয় প্রকাশ করেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-১ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওয়াহিদুল আবরার বলেন, নির্বাচন সম্পর্কে ওভার অল সবকিছু তারা জানতে চেয়েছেন। তাদের সামগ্রিক বিষয়ে অবগত করা হয়েছে।মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-২ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মাহবুবুল আলম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ১৫ মিনিটের মতো আমার এখানে ছিলেন। 

এসময় তাঁরা ভোট প্রদান প্রক্রিয়া দেখেন এবং ভোট নিয়ে নানা বিষয়ে জানতে চান। নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করেছে কিনা, এসব বিষয়ে জানতে চান। তাদের ভোট কেন্দ্রের সামগ্রিক বিষয়ে অবহিত করা হয়।  তারা কেন্দ্রের পরিবেশ দেখে কোন মন্তব্য করেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাজীপুরের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছে ইন্ডিয়ান প্রতিনিধি দল ও । দুপুর ১টার দিকে গাজীপুরের টঙ্গী বিসিক শহীদ স্মৃতি স্কুলে প্রতিটি ভোট কক্ষে এজেন্ট ও ভোটারদের সাথে কথা বলেন তারা। পরে, প্রিসাইডিং অফিসারদের সাথে কথা বলেন। 

দুপুর ২টার দিকে টঙ্গী কলেজ গেইট এলাকায় কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন এ প্রতিনিধি দলের সদস্যরা। এসময় ভোটের বিষয় নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD