ফেনী-৩ আসনে জয় পেলেন মাসুদ উদ্দিন চৌধুরী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫০ পিএম, ৭ই জানুয়ারী ২০২৪


ফেনী-৩ আসনে জয় পেলেন মাসুদ উদ্দিন চৌধুরী
মাসুদ উদ্দিন চৌধুরী - ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে জাতীয় পার্টির মাসুদ উদ্দিন চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।


তিনি স্বতন্ত্র প্রার্থী রহিম উল্যাহকে পরাজিত করে ২৫ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হন।


রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।


এবার বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। তারপরও ২৮টি রাজনৈতিক দলের ১,৫৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে ছিলেন ৪৩৬ জন।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৬৬ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


জেবি/এসবি