ধামরাইয়ে গার্মেন্টস কর্মীদের মহাসড়ক অবরোধ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪


ধামরাইয়ে গার্মেন্টস কর্মীদের মহাসড়ক অবরোধ
গার্মেন্টস কর্মীদের মহাসড়ক অবরোধ। ছবি: জনবাণী

ঢাকার ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গার্মেন্টস কর্মীরা রাস্তায় নেমে এসে মহাসড়ক অবরোধ করে। সরকার ঘোষিত গার্মেন্টস কর্মীদের বেতন বাস্তবায়ন করার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক এই অবরোধ করেছে রেডিসন ক্যাজুয়াল ওয়্যার লি. এর শ্রমিকরা। 


মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে সূতিপাড়া ইউনিয়নের রেডিসন ক্যাজুয়াল ওয়্যার লিঃ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে। প্রায় চার কিলোমিটার রাস্তা দেড় ঘন্টা অবরোধ করে রাখে শ্রমিকরা।


আরও পড়ুন: সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী


শ্রমিকরা জানান, সরকারের ঘোষণা অনুযায়ী কারখানার কর্তৃপক্ষ বেতন বৃদ্ধি করেনি। এখানে কোন গ্রেড নেই। সবাই সমান হারে বেতন পায়। আমরা বেতন বৃদ্ধির জন্য কথা বললে চাকরিচ্যুত করার হুমকি দেয়।


বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমীক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মো. আবুল হোসেন জানান, শ্রমিকরা সরকারি নির্ধারিত বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে আমরা বুঝিয়ে তাদের কর্মস্থলে ফেরানোর চেষ্টা করেছি।


আরও পড়ুন: ২৯৮ সংসদীয় আসনে জয়ীদের গেজেট প্রকাশ নির্বাচন কমিশনের


ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক এস আই ফয়েজ উদ্দিন বলেন, ঢাকা আরিচা মহাসড়ক থেকে শ্রমিকদের বুঝিয়ে কারখানায় ঢুকিয়ে দেয়া হয়েছে।


আরএক্স/