১৯৯৬ সালের ক্যালেন্ডারে চলবে ২০২৪


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪


১৯৯৬ সালের ক্যালেন্ডারে চলবে ২০২৪
ফাইল ছবি

আপনার ঘরে কী ১৯৯৬ সারের কোনো ক্যালেন্ডার আছে? থাকলে ২০২৪ সালের জন্য নতুন ক্যালেন্ডারের কোনো দরকার নেই। ওই ২৮ বছর আগের ক্যালেন্ডারের সঙ্গে দিন, মাস, তারিখের সঙ্গে হু-বহু মিল রয়েছে ২০২৪ সালের দিন, মাস, তারিখ। এই বছরটিও ১৯৯৬ সালের মতোই শেষ হবে ৩৬৬ দিনে।


টাইমএন্ডেট-এর তথ্য-২০০ বছরের একই ক্যালেন্ডার হুবহু মিলে যাওয়া ঘটনা ঘটছে/ঘটবে সাত বার। ১৯৪০, ১৯৬৮, ১৯৯৬, ২০২৪, ২০৫২, ২০৮০ ও ২১২০ সালে  ঘটেছে এবং ঘটবে এই ঘটনা।


আরো পড়ুন: মস্তিষ্কে বুলেট আটকে ছিল ১৮ বছর, যেভাবে মুক্তি পেলেন যুবক


বিশ্বের সব থেকে বড় ক্রীড়া আসর অলিম্পিক। এটি ১৯৯৬ সালে আয়োজন করা হয়েছিল, এ বছরেও হবে। 


জেবি/এজে