অত্যাচার নিপীড়ন করে বিরোধী দলকে দমানো যাবে না: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তত্ত্বাবধায়কের সরকারের অধীনের নির্বাচন দিতে বাধ্য হবে সরকার। অত্যাচার নিপীড়ন করে বিরোধী দলকে দমানো যাবে না।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী আরও বলেন, “বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে।”
আরও পড়ুন: নতুন করে নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার: কাদের
তিনি দাবি করেন, গত ৭ জানুয়ারির নির্বাচনে সরকারকে লাল কার্ড দেখিয়েছে জনগণ।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “জনগণ থেকে প্রত্যাখাত হয়ে সরকার এখন পতন আতঙ্কে ভুগছে। তাই তড়িঘড়ি করে শপথ নিয়েছে তারা।”
আরও পড়ুন: আ. লীগের যৌথসভা সোমবার
গেল ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটে জিতে টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আ.লীগ। বিএনপি ও সমমনারা এ নির্বাচনে অংশ না নিয়ে সরকার পতন ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে গেছে। এবার আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে পরিকল্পনা চলছে।
জেবি/এসবি