নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১২ পিএম, ১৪ই জানুয়ারী ২০২৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলিতে সকালে রেলপথ ধরে হাঁটতে গিয়ে প্রাণ হারালেন এক বৃদ্ধ। নিহতের নাম শাহ আলম (৬৭)।
রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে বরইতলি, পহঁর চাঁদা, ৯ নম্বর ওয়ার্ড গোবিন্দপুর পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানান, রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ইঞ্জিনের বগিতে কাটা পড়ে নিহতের দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কক্সবাজারে পিকনিকের বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৪
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি। তিনি জানান, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঐ ব্যক্তির মৃত্যু হয়। তিনি কানে কম শুনতেন। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
