Logo

মুদ্রানীতি ঘোষণা ১৭ জানুয়ারি

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৬
65Shares
মুদ্রানীতি ঘোষণা ১৭ জানুয়ারি
ছবি: সংগৃহীত

রবিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় মুদ্রানীতির খসড়া অনুমোদন হয়।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার আগামী বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় মুদ্রানীতি ঘোষণা করবেন।

রবিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় মুদ্রানীতির খসড়া অনুমোদন হয়।

বিজ্ঞাপন

জানা গেছে , ঘোষণা দেওয়ার পরও এবার বাজারভিত্তিক হচ্ছে না ডলারের দর। ডলার সংকট সহনীয় পর্যায়ে না আসার কারণে এ মুদ্রার দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে না আসন্ন মুদ্রানীতিতে। ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের বাজার নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, আগামী বুধবার বিকেল ৩টায় চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে মুদ্রানীতির অন্যতম লক্ষ্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মুদ্রানীতির খসড়ায় কমিটিতে গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি রয়েছেন অর্থনীতিবিদ সাদিক আহমেদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মাসুদা ইয়াসমীন।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD