মুদ্রানীতি ঘোষণা ১৭ জানুয়ারি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪


মুদ্রানীতি ঘোষণা ১৭ জানুয়ারি
ফাইল ছবি

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার আগামী বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় মুদ্রানীতি ঘোষণা করবেন।


রবিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় মুদ্রানীতির খসড়া অনুমোদন হয়।


জানা গেছে , ঘোষণা দেওয়ার পরও এবার বাজারভিত্তিক হচ্ছে না ডলারের দর। ডলার সংকট সহনীয় পর্যায়ে না আসার কারণে এ মুদ্রার দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে না আসন্ন মুদ্রানীতিতে। ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের বাজার নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন: ১২ দিনে প্রবাসী আয় এলো ৯১ কোটি ডলার


সভায় উপস্থিত কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, আগামী বুধবার বিকেল ৩টায় চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে মুদ্রানীতির অন্যতম লক্ষ্য।


আরও পড়ুন: অর্থমন্ত্রীকে রূপালী ব্যাংকের শুভেচ্ছা


মুদ্রানীতির খসড়ায় কমিটিতে গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি রয়েছেন অর্থনীতিবিদ সাদিক আহমেদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মাসুদা ইয়াসমীন।


জেবি/এসবি