সৌদিতে প্রবাসী নাশীদ ব্যান্ডের বার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪


সৌদিতে  প্রবাসী নাশীদ ব্যান্ডের বার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা
বার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা। ছবি: জনবাণী

সৌদি আরবে প্রবাসী নাশীদ ব্যান্ডের আয়োজনে ইসলামী সাংস্কৃতির গুরুত্ব শীর্ষক আলোচনা ও বার্ষিক কাউন্সিল ২০২৪ সম্পন্ন হয়েছে।  


শুক্রবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় রাত দশটায় রিয়াদের সানসিটি মেডিকেলের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: যশোরে জেঁকে বসেছে শীত, কাহিল জনজীবন


নাশীদ ব্যান্ড উপদেষ্টা মাওলানা আব্দুল মুকসিতের সভাপতিত্বে আরিফ রব্বানী ও শাহাদাত আল মাহদীর যৌথ সঞ্চালনায় 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন। 


অনুষ্ঠানের প্রধান অতিথি মহিউদ্দিন মিয়াজিকে প্রধান পরিচালক, আরিফ রব্বানী কে পরিচালক, আহমাদ জোবায়ের ইবরাহিমী কে নির্বাহী পরিচালক করে আগামী ১ বছরের জন্য ৪২ সদস্য বিশিষ্ট কমিটি ও ১০ টি জোনের দায়িত্বশীলদের নাম ঘোষনা করেন।


আরও পড়ুন: জেঁকে বসেছে শীত, গরম কাপড়ের খোঁজে ফুটপাতে ভিড়


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের বাংলা শাখার  উপাধ্যক্ষ দিলওয়ার হুসাইন, প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির, ডিএমসি গ্রুপের ডিএমডি সাখাওয়াত হুসাইন আরমান, মাওলানা আলীনুর, মাওলানা উসমান গনী রাসেল, সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, মুফতি ফয়জুল্লাহ।


অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাড্ডা আইডিয়াল স্কুলের চেয়ারম্যান মুজাম্মেল হক জুয়েল, নিউজ২৪ রিয়াদ প্রতিনিধি  রুস্তম খান,আমার সময় পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান,ডিবিসির রিয়াদ  প্রতিনিধি এইচ এম হেমায়েত, মাইটিভি রিয়াদ  প্রতিনিধি সাদেক আহমেদসহ সামাজিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিবর্গ প্রমুখ।


আরএক্স/