Logo

ছয় জেলায় শৈত্যপ্রবাহ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জানুয়ারী, ২০২৪, ২০:৫৮
85Shares
ছয় জেলায় শৈত্যপ্রবাহ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় কুয়াশার চাদরে ঢেকে আছে গ্রামীণ জনপদ

বিজ্ঞাপন

রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় কুয়াশার চাদরে ঢেকে আছে গ্রামীণ জনপদ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা রোদের দেখা মেলে। রোদ থাকলেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। সেই সঙ্গে কমেছে রাজধানীর তাপমাত্রাও। বেড়েছে শৈত্যপ্রবাহের এলাকা। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ও শুক্রবার (১৯ জানুয়ারি) রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর কুয়াশা ও শীতের দাপট কমার আশা আবহাওয়াবিদদের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, আজ (বৃহস্পতিবার) থেকেই তাপমাত্রা বাড়তে পারে কিছুটা। কয়েক দিন পর শীতের তীব্রতা কমলেও ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা থাকবে। মাঝেমধ্যে একটু কমবেশি হবে। এর পর আস্তে আস্তে শীত একেবারেই কমে যাবে।

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় আরও কমেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবান ও সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের ‘শীতের হটস্পট’ হিসেবে পরিচিত এ স্থানে তাপমাত্রাও কমেছে। এদিন শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮, রাজশাহীতে ১১ দশমিক ১, দিনাজপুরে ১১, তেঁতুলিয়া ১০ দশমিক ৭ ও পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

বিজ্ঞাপন

রাজধানীতেও বেড়েছে শীতের প্রকোপ। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

শীতের দাপট শুরুর পর ১১ জানুয়ারি থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ অঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। এর মধ্যে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ঘন কুয়াশা এবং উত্তুরে হাওয়া শীতের অনুভূতি তীব্র করে তোলে। জনজীবন স্থবির করে কয়েকটি জেলায় বয়ে যায় শৈত্যপ্রবাহ। কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যান চলাচল বিঘ্নিত হওয়ার খবরও মিলছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদরা বলছেন, খাতা-কলমে তাপমাত্রা খুব একটা না কমলেও বেশ কিছু কারণে এবার শীত বেশি অনুভূত হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD