জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি
ফাইল ছবি।

সজীবুর রহমান, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৫২তম ব্যাচ নবীন শিক্ষার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।


আরও পড়ুন: জাবিতে সিনেট থেকে সিন্ডিকেটে দুজন সদস্য মনোনয়ন দাবি


বিজ্ঞপ্তিতে বলা হয়,  আগামী ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের হল বরাদ্দ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে হল বরাদ্দ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। প্রজ্ঞাপন জারির পর বরাদ্দকৃত হলে শিক্ষার্থীদের রিপোর্ট করতে হবে, এবং নিজ নিজ হলে উঠে যেতে পারবে।


এর আগে, ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের (২০২২-২০২৩ সেশনের) ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবিলম্বে সশরীরে ক্লাস শুরু করার দাবি জানায় যার পরিপ্রেক্ষিতে আজ বিজ্ঞাপন জারি করা হয়েছে।


আরও পড়ুন: জাবিতে অবিলম্বে ৫২তম ব্যাচের সশরীরে ক্লাস চালু করার দাবি


উল্লেখ্য যে, গত বছরের ৩০ শে নভেম্বর থেকে আবাসন সংকটের অজুহাত দেখিয়ে ২০২২-২৩ সেশনের নবীন শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিগত বছরের ১৮ জুন থেকে ২২ জুন, ২০২৩ খ্রীঃ তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 


কিন্তু জানুয়ারিতে সশরীরে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও সময়মতো ক্লাস শুরু করতে পারেনি জাবি প্রশাসন। সশরীরে নবীনদের ক্লাস শুরুর আগেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আরএক্স/