রাজাপুর উপজেলা ছাত্রদলের অহব্বায়কের দল থেকে পদত্যাগ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪
ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক মো. জাহিদুল ইসলাম তার পদ থেকে পদত্যাগ করেছেন।
শনিবার (২০ জানুয়ারি) রাতে তার নিজ ফেসবুক আইডিতে পদত্যাগ পত্রের কপি আপলোড করে স্ট্যাটাস দিয়ে তিনি এই বিষয়টি জানান।
আরও পড়ুন: রাজাপুরে সারাদিনে সূর্যের দেখা নেই তীব্র শীতে বৃষ্টি
জেলা ছাত্রদলের সভাপতি এবং সম্পাদক বরাবর একটি পদত্যাগ পত্রে দেখা যায়, পারিবারিক অসুবিধার কারণে তিনি উক্ত পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগ পত্রে জেলা ছাত্রদলের সভাপতি এবং এবং সম্পাদকে এটি গ্রহন করার অনুরোধ জানান।
পদত্যাগের বিষয়ে মো. জাহিদুল ইসলামকে একাধিকবার কল দেওয়ার পর রিসিভ করেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পরে কথা না বলে কল কেটে দেন। তারপর কল দিলেও আর তিনি কল রিসিভ করেন না। এবিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: অবরোধ-হরতাল: রাজাপুর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান বলেন, আমি শুনেছি পদত্যাগ করেছে। তবে পদত্যাগের কপি এখনো হাতে পাইনি। হাতে পেলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে যেটা ভালো হয় সেই ব্যবস্থা নিব।
আরএক্স/