কুয়াশাই কাল হলো বাবা-ছেলের


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪


কুয়াশাই কাল হলো বাবা-ছেলের
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঘন কুয়াশার কারণে পথ না দেখায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। 


রবিবার (২১ জানুয়ারি) সকালে ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।


আরও পড়ুন: ঈশ্বরদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


নিহতরা হলেন- কচাকাটা থানার সরকারটারি গ্রামের মোটরসাইকেল আরোহী শহিদুল ইসলাম (৪৮) ও তার ছেলে বিপ্লব (২৫)।


স্থানীয়রা জানান, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সরকারটারি গ্রামের শহিদুল ইসলাম ও বিপ্লব সম্পর্কে বাবা-ছেলে। সকালে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ডে প্রবাসী বড় ছেলেকে বিদায় জানিয়ে বাড়ি ফিরছিলেন তারা। সোনাহাট ব্রিজ ও পাটেশ্বরী গ্রামের মধ্যবর্তী তালতলা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা ভুরুঙ্গামারী হাসপাতালে নেওয়ার পথে দু’জনের মৃত্যু হয়।


জেবি/এজে