ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় ট্রাকের ডাইভার হেলপার নিহত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৪
দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বগুড়া শেরপুর গামী একটি ধান বোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও চালকের সহকারি নিহত হয়েছ।
আরও পড়ুন: ঘোড়াঘাটে দুই চোরকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা
নিহতরা হলেন, ট্রাক চালক বগুড়া শেরপুরের ইসমাইল হোসেন (৬০) ও চালকের সহকারী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ি এলাকার বাবু মিয়া (৪৫)।
বুধবার (২৫ ডিসেম্বর) ভোর ৫ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রানীগঞ্জ কশিগাড়ী আলিশা ফুড এন্ড ফেভারেজ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
থানা সুত্রে জানাগেছে, পূর্ব থেকেই ওই স্থানে সড়কের পাশে পাশে অজ্ঞাতনামা একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে বগুড়া শেরপুরগামী একটি ধান বোঝাই ট্র্যাক (ঢাকা মেট্রো- ট- ১৩-৪২৫৪) দাঁড়িয়ে থাকা ট্রাকে স্ব- জোরে ধাক্কা দিলে ধান বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা চালকের মরদেহ উদ্ধার করে।
এসময় গুরুতর আহত চালকের সহকারী বাবু মিয়া (৪৫) কে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রের্ফাড করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ঘোড়াঘাটে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক জানান, এ দুর্ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চালকের সহকারীরও মৃত্যু হয়।
নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। সড়কে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা ট্রাকটি পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসডি/