গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হলো ১৪ জনের। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন।
রবিবার ২১ জানুয়ারি) ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।
এতে বলা হয়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮ জন ও ঢাকার বাইরের ২৪ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৫৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩০৬ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫৪৭ জন।
আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৪৯ এবং ঢাকার বাইরের ৯৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৪৯ জন এবং ঢাকার বাইরের ৪৪২ জন। ডেঙ্গু নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৪৮ জন। মৃত্যুর হার এক দশমিক ০৬ শতাংশ।
জেবি/এসবি