একদিনে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪
দেশে একদিনে ডেঙ্গুতে দুইজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের প্রথম ২০ দিনে এখন পর্যন্ত এ রোগে ১৩ জনের মৃত্যু হলো।
শনিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মারা যাওয়া দুইজন ঢাকা মহানগরের বাইরের বাসিন্দা। গত একদিনে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ১২ জন ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: বামার উদ্যোগে সাবেক মন্ত্রী মরহুম ফখরুল ইসলাম মুন্সীর স্মরণসভা
চলতি বছরের প্রথম ২০ দিনে দেশে এখন পর্যন্ত ৮২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৯৮ জন ও ঢাকার বাইরে ৫২৩ জন রয়েছেন।
আরও পড়ুন: ভারতে আতঙ্ক ছড়ানো করোনার নতুন ভ্যারিয়েন্ট বাংলাদেশে শনাক্ত
এ বছর ডেঙ্গুতে মারা যান ১ হাজার ৭০৫ জন। আর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
জেবি/এসবি