বামার উদ্যোগে সাবেক মন্ত্রী মরহুম ফখরুল ইসলাম মুন্সীর স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪
সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বামা)’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী’র স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলামোটর হামদর্দ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ক্যান্সার ইনস্টিটিউটসহ বিভিন্ন ধরণের ইনস্টিটিউট গড়ে তোলা হবে: উপাচার্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন এর চেয়ারম্যান, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি। সভাপতিত্ব করেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বামা)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি, হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি ও রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম, বামা’র সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, নূরমজিদ আয়ুর্বেদিক কলেজের সভাপতি ও মরহুমের জেষ্ঠ্য পুত্র রাকিব মো. ফখরুল, হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, ইউনানী আয়ুর্বেদিক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ডা. আলমগীর হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়ুর্বেদিক বিভাগের প্রধান ড. বাবুল আক্তার, সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মিরপুরের সাবেক অধ্যক্ষ ডা. স্বপন দত্ত, হাকীম সাঈদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. খোরশেদ আলম, নূরমজিদ আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ মামুন মিয়া।
আরও পড়ুন: অধ্যাপক ডা. আব্দুস সোবহানের মৃত্যুতে বিএসএমএমইউ উপাচার্যের শোক
অনুষ্ঠান উপস্থাপনা করেন হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। দোয়া পরিচালনা করেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের সহকারি পরিচালক হাকীম আবু ইউছুফ আব্দুল হক।
এর আগে, হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে সংগঠনের সভাপতি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র সভাপতিত্বে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বামা)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে আয়ুর্বেদিক খাতকে এগিয়ে নিতে চলমান কর্মকান্ডের মূল্যায়ন এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
আরএক্স/