ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৬৩ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৬ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৩ জন রোগী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালের ১১২ জন এবং বাকি রোগীরা রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, নতুন করে আক্রান্ত ৪৪৫
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৩০৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৩১ হাজার ৬৩১ জন। তবে এ সময়ে মোট মৃত্যু হয়েছে ১৩০ জনের।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর মৌসুমি রোগে সীমাবদ্ধ নেই, সারা বছরই আক্রান্ত হচ্ছে মানুষ।
আরও পড়ুন: ১ দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, বৃষ্টি শুরু হলে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে যায়। এ অবস্থায় মশা নিধনে ওষুধ ছিটানোর পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, কেবল জেল-জরিমানা বা প্রচার দিয়ে সমাধান আসবে না। কার্যকর জরিপ, দক্ষ জনবল নিয়োগ এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এ সমস্যার মোকাবিলা করতে হবে।
আরও পড়ুন: আগস্টে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু, লাখ ছোঁয়ার পথে আক্রান্তের সংখ্যা
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছিল। সে বছর মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
এএস