ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৩ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৮ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরে ২৯,০৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৭,৬১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৮১ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বের হয়েছেন।
আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের
সর্বোচ্চ নতুন রোগী শনাক্ত হয়েছে বরিশালে, যেখানে ১০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১২২ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ২৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬১.৯ শতাংশ পুরুষ এবং ৩৮.১ শতাংশ নারী।
আরএক্স/