এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৫৬ জন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০৩ পিএম, ২০শে আগস্ট ২০২৫


এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৫৬ জন
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে নতুন করে ৩৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৭ জন। 


আরও পড়ুন: ডেঙ্গুতে আরও এক প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৪৬৬ জন


এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬০, চট্টগ্রামে ৬৮, বরিশালে ৬০, খুলনায় ২০, রাজশাহীতে ২০, সিলেটে ৭ এবং ময়মনসিংহে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।


চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৭ হাজার ৪৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১০৫ জন। মৃতদের মধ্যে ৬২ জন পুরুষ এবং ৪৩ জন নারী।


এএস