ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, নতুন করে আক্রান্ত ৪৪৫


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২৪ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫


ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, নতুন করে আক্রান্ত ৪৪৫
ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৫ জন রোগী। চলতি বছর এ নিয়ে মোট ১২৭ জনের মৃত্যু হলো এই রোগে।


বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


আরও পড়ুন: ১ ‍দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু


এতে বলা হয়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকা শহরেই সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৮৭ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ৭৮ জন, চট্টগ্রামে ৯৮ জন, ময়মনসিংহে ২৪ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে ৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।


বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়, এখন প্রায় সারা বছরই ছড়াচ্ছে। বৃষ্টির সময় আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যায়। এ বিষয়ে অধ্যাপক ড. আতিকুর রহমান পরামর্শ দিয়ে বলেন, মশা নিয়ন্ত্রণে ওষুধ ব্যবহার, নিয়মিত প্রচারণা এবং ব্যক্তিগত সচেতনতা বাড়াতে হবে।


আরও পড়ুন: আগস্টে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু, লাখ ছোঁয়ার পথে আক্রান্তের সংখ্যা


কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরীর মতে, শুধু জরিমানা বা প্রচারণা যথেষ্ট নয়। মশানিধনে বৈজ্ঞানিক জরিপ এবং দক্ষ জনবল দিয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে।


উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের রেকর্ড হয়, যখন ৩ লাখ ২১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


এএস