ডেঙ্গুতে এক সপ্তাহে ১৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৬৪ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৮ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত দুইজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৭ দিনে ডেঙ্গুতে মোট ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। এ সময়ে মোট শনাক্ত রোগী হয়েছেন ৩৩ হাজার ৮৩১ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৬৩ জন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, ঢাকা বিভাগের জেলা এলাকায় ৫০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৩ জন, খুলনা বিভাগে ৩৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৩৫৯ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৩২ হাজার ১৫৩ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, নতুন করে আক্রান্ত ৪৪৫
তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শুরুর পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৪ শতাংশ নারী।
এএস