বিদ্যুৎ লাইনে ক্যাবল ফেলায় ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

মেট্রোরেলের বিদ্যুতিক লাইনের ওপরে ফেলা হয় স্যাটেলাইট টিভির ক্যাবল। এ কারণে প্রায় ১৫ মিনিটের বেশি সময় চলাচল বন্ধ ছিল মেট্রোরেলের।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এসময় উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা মেট্রোরেলের দুই দিকের চলাচলই বন্ধ হয়ে যায়। তারের কারণে চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মেট্রোরেলে উপচে পড়া ভিড়, তবু স্বস্তির যাতায়াত
ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ফার্মগেট ও শাহবাগ এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর কেউ ক্যাবল ছুড়ে মারে। এ কারণে প্রায় ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তার ছুড়ে মারা ব্যক্তিকে পুলিশ খুঁজছে বলেও জানান তিনি।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গত ১০ বছর বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয়েছিল: চীনা রাষ্ট্রদূত

শৃঙ্খলা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি

১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার ডিসেম্বরের মধ্যে : চিফ প্রসিকিউটর
