ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন পুতুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪
বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিয়েছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ড. সায়মা ওয়াজেদ পুতুল। তিনি বাংলাদেশের প্রথম ও বিশ্বস্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দ্বিতীয় নারী আঞ্চলিক পরিচালক।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বর্তমান পরিচালক ড. পুনাম ক্ষেত্রপাল সিংয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। এর আগে গত ১ জানুয়ারি সংস্থাটির আঞ্চলিক কমিটির অধিবেশনে তাকে আগামী ৫ বছরের জন্য তাকে এ পদে মনোনীত করা হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী হিসেবে বইমেলায় এসে মজা নেই: শেখ হাসিনা
তখন ওই পদের জন্য সায়মা ওয়াজেদের প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের ড. শম্ভু প্রসাদ আচার্য। সদস্য দেশগুলোর অংশগ্রহণে সরাসরি ৮-২ ভোটে নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন: অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বর্তমান পরিচালক পুনম ক্ষেত্রপাল সিংয়ের স্থলাভিষিক্ত হলেন সায়মা ওয়াজেদ পুতুল।
পরে ২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় সায়মা ওয়াজেদের নিয়োদের দেওয়া হয়।
জেবি/এসবি