জবিতে গ্রীণ ইউনিট ফর নেট জিরো শীর্ষক সেমিনার


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪


জবিতে গ্রীণ ইউনিট ফর নেট জিরো শীর্ষক সেমিনার
ছবি: জনবাণী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কোরিয়ান পরিবেশবাদী সংগঠন ডায়েজাউনর আয়োজনে 'বাংলাদেশ-কোরিয়া গ্রীণ ইউনিট ফর নেট জিরো’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমনিারে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। 


আরও পড়ুন: জবির অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান


এসময় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের এবং সহযোগী অধ্যাপক ড. নাজমুন নাহার, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামানসহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন:  জবি ক্যাম্পাসে যত্রতত্র পার্কিং, নষ্ট হচ্ছে সৌন্দর্য



সেমিনার শেষে সংগঠনটির প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে পরিবেশ মেলার আয়োজন করা হয়।


আরএক্স/