বাউবি: বিএ-বিএসএসের ৯ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৯ পিএম, ২রা ফেব্রুয়ারি ২০২৪

অনিবার্য কারণবশত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা ২০২১ পরীক্ষা স্থগিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ও বিকালের পরিবর্তে পরীক্ষা ১০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ ফ ম মেজবাহ উদ্দিন।
আরও পড়ুন: পাঠ্যপুস্তক অতিদ্রুত সংশোধন করবে এনসিটিবি
তিনি বলেন, “৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘সমাজতত্ত্ব–৩’ এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘অর্থনীতি–৫’ পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত পরীক্ষা হবে পরদিন ১০ ফেব্রুয়ারি। পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে।”
জেবি/এসবি