Logo

ভাষার মাস উপলক্ষে নোবিপ্রবিতে ‘ভাষা পদযাত্রা’

profile picture
জনবাণী ডেস্ক
৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:২৬
39Shares
ভাষার মাস উপলক্ষে নোবিপ্রবিতে ‘ভাষা পদযাত্রা’
ছবি: সংগৃহীত

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বিশ্বের প্রতিটি মানুষকে তাদের মাতৃভাষায়

বিজ্ঞাপন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা বিভাগের আয়োজনে ভাষা-পদযাত্রা এবং ভাষা-বিষয়ক সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভাষা-পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, মেডিকেল সেন্টার, লাইব্রেরি ভবন হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর দ্বিতীয় তলায় ভাষা-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ও সামাজিক ও মানবিক অনুষদের ডিন ড. চন্দন আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী, নোবিপ্রবি নীল দলের সভাপতি ড. মাসুদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম সেলিম, নোবিপ্রবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সাহানা রহমানসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী বলেন, “১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বিশ্বের প্রতিটি মানুষকে তাদের মাতৃভাষায় কথা বলার অধিকার স্মরণ করিয়ে দেয়। "ভাষা পদযাত্রা" হচ্ছে ভাষার পথে হাটা।  আমরা যারা ভাষার পথে হাঁটি না, তাদের উচিত ভাষার পথে হাঁটা।”

অধ্যাপক ড. চন্দন আনোয়ার বলেন, "চর্যাপদের সময় থেকে ভাষার জন্য লড়াই করে করতে হয়েছে। বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৫২ সালে আন্দোলন করেছি। এই 'ভাষা পদযাত্রা' বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্য। বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর থেকেই এই পদযাত্রা করে আসছি। পদযাত্রায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা,ভালোবাসা তুলে ধরার চেষ্টা করি।”

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD