রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪


রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে
ছবি: সংগৃহীত

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়া অফিস জানায়, শনিবার (৩ ফেব্রুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলেই ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভোলা ও মংলায় ২৮.০ ডিগ্রি সেলসিয়াস।


আরও পড়ুন: পঞ্চগড়ে যুবদল সভাপতি ও ছাত্রদল সম্পাদক জেল হাজতে


আরও জানা যায়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন করতে পারে।


আরএক্স/