বাঁচতে চায় জাবির কর্মচারী নজরুল
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না।’ ভূপেন হাজারিকার এই গানের মতোই একটু সহানুভূতি চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের কর্মচারী মো. কাজী নজরুল ইসলাম। তিনি আল-বেরুনী হলে ক্লিনার পদে কর্মরত।
তিনি সবার মতো পৃথিবীতে বাঁচতে চান। কিন্তু তার বাঁচার আশা ক্ষীণ হয়ে এসেছে। বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুরারোগ্য লিভার সিরোসিস রোগে আক্রান্ত তিনি।
চিকিৎসকের সূত্রে জানা যায়, তার লিভারের বেশির ভাগ অংশ নষ্ট হয়ে গেছে। যত দ্রুত সম্ভব তার লিভার প্রতিস্থাপন করতে হবে। লিভার প্রতিস্থাপন একটি ব্যয়বহুল চিকিৎসা। এর জন্য আনুমানিক ৩৫-৪০ লক্ষ টাকা প্রয়োজন।
খোঁজ নিয়ে জানা যায়, নজরুলের বাবা-মা দু'জনেই বার্ধক্যে উপনীত। তার পরিবারের পক্ষে চিকিৎসার এই ব্যয় বহন করা সম্ভব হয়ে উঠছে না। আপনাদের একটু সাহায্যই পারে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
সাহায্য পাঠানোর ঠিকানা,
ব্যংক একাউন্ট নম্বরঃ ০২০০০১৭০০৩৮৭২ (অগ্রণী ব্যাংক লিঃ জা.বি শাখা। কাজী নজরুল ইসলাম)
ব্যাংক একাউন্ট নম্বর: ০৩০১৩০০০০২৪৮২ (সোশ্যাল ইসলামি ব্যংক লিঃ সাভার শাখা। মো. আনিসুল ইসলাম, নজরুল ভাইয়ের মেজো ভাই) বিদেশ থেকে বিকাশে টাকা পাঠাতে চাইলে এই নামবার এ পাঠাবেন।
- বিকাশ পারসোনাল: ০১৮৮৩৯১২১০৫
- বিকাশ পারসোনাল : ০১৭৮১৪১৪৬২৩.
- বিকাশ/নগদ পারসোনাল : ০১৬৩২৯৫৮০২৫
- (নাদিম মাহমুদ সবুজ, নজরুল ভাই এর ছোট ভাই)