Logo

বাঁচতে চায় জাবির কর্মচারী নজরুল

profile picture
জনবাণী ডেস্ক
৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৩৯
169Shares
বাঁচতে চায় জাবির কর্মচারী নজরুল
ছবি: সংগৃহীত

লিভার প্রতিস্থাপন একটি ব্যয়বহুল চিকিৎসা। এর জন্য আনুমানিক ৩৫-৪০ লক্ষ টাকা প্রয়োজন।

বিজ্ঞাপন

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না।’ ভূপেন হাজারিকার এই গানের মতোই একটু সহানুভূতি চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের কর্মচারী মো. কাজী নজরুল ইসলাম। তিনি আল-বেরুনী হলে ক্লিনার পদে কর্মরত।

তিনি সবার মতো পৃথিবীতে বাঁচতে চান। কিন্তু তার বাঁচার আশা ক্ষীণ হয়ে এসেছে। বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুরারোগ্য লিভার সিরোসিস রোগে আক্রান্ত তিনি। 

বিজ্ঞাপন

চিকিৎসকের সূত্রে জানা যায়, তার লিভারের বেশির ভাগ অংশ নষ্ট হয়ে গেছে। যত দ্রুত সম্ভব তার লিভার প্রতিস্থাপন করতে হবে। লিভার প্রতিস্থাপন একটি ব্যয়বহুল চিকিৎসা। এর জন্য আনুমানিক ৩৫-৪০ লক্ষ টাকা প্রয়োজন। 

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, নজরুলের বাবা-মা দু'জনেই বার্ধক্যে উপনীত। তার পরিবারের পক্ষে চিকিৎসার এই ব্যয় বহন করা সম্ভব হয়ে উঠছে না। আপনাদের একটু সাহায্যই পারে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। 

সাহায্য পাঠানোর ঠিকানা, 

বিজ্ঞাপন

ব্যংক একাউন্ট নম্বরঃ ০২০০০১৭০০৩৮৭২ (অগ্রণী ব্যাংক লিঃ জা.বি শাখা। কাজী নজরুল ইসলাম) 

ব্যাংক একাউন্ট নম্বর: ০৩০১৩০০০০২৪৮২ (সোশ্যাল ইসলামি ব্যংক লিঃ সাভার শাখা। মো. আনিসুল ইসলাম, নজরুল ভাইয়ের মেজো ভাই) বিদেশ থেকে বিকাশে টাকা পাঠাতে চাইলে এই নামবার এ পাঠাবেন। 

বিজ্ঞাপন

  • বিকাশ পারসোনাল: ০১৮৮৩৯১২১০৫
  • বিকাশ পারসোনাল : ০১৭৮১৪১৪৬২৩. 
  • বিকাশ/নগদ পারসোনাল : ০১৬৩২৯৫৮০২৫ 
  • (নাদিম মাহমুদ সবুজ, নজরুল ভাই এর ছোট  ভাই) 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD