মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষী পালিয়ে আশ্রয় নিয়েছে তুমব্রু বিজিবি ক্যাম্পে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪


মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষী পালিয়ে আশ্রয় নিয়েছে তুমব্রু বিজিবি ক্যাম্পে
ছবি: সংগৃহীত

মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকার বিজিবি ক্যাম্পে তারা আশ্রয় নিয়েছে।


রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে শূন্যরেখা পেরিয়ে তুমব্রু ক্যাম্পে আশ্রয় নেন তারা। এর আগে এদিন সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়েছেন দুই বাংলাদেশি।


আরও পড়ুন: বান্দরবানে নৌকার একক প্রার্থী বীর বাহাদুর


তুমব্রু কোনার পাড়ার বাসিন্দা ভুলু জানান, “রাত ১১টার দিকে মর্টারশেলের বিস্ফোরিত অংশ আমার ঘরের চাল ভেদ করে ভেতরে পড়েছে। একটুর জন্য আমাদের পরিবার প্রাণে রক্ষা পেয়েছে। আমরা খুব ভয়ে আছি, ঘরেও নিরাপদে থাকতে পারছি না।”


আরও পড়ুন: চট্টগ্রাম-বান্দরবানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েন



ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, “ভোর থেকে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। এতে বিকট শব্দে কেপে উঠছে, ঘুমধুম-তুমব্রু সীমান্তবর্তী এলাকা। এলাকাবাসীদের বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে।”


জেবি/এসবি