মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি আহত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪


মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি আহত
ছবি: প্রতিনিধি

মিয়ানমারের অভ্যন্তর থেকে ছোড়া গুলিতে প্রবীর ধর নামে এক বাংলাদেশি আহত হতেছে।


রবিবার( ৪ ফেব্রুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি'র তমব্রু এলাকায় এঘটনা ঘটে।  আহত প্রবীর ধর (৫৮) তমব্রু ক্যাম্প এলাকার বাসিন্দা যুদিষ্টি ধরের ছেলে। 


আরও পড়ুন: মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষী পালিয়ে আশ্রয় নিয়েছে তুমব্রু বিজিবি ক্যাম্পে


স্থানীয়রা জানায়, গতকাল রাত সাড়ে ৩ টা থেকে ভয়ংকর গোলাগুলি চলছে বাংলাদেশের তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে যা এখনো চলমান রয়েছে। তাদের এই গোলাগুলির একটি মটরশেল  সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের তমব্রু এলাকার বসত ঘরে এসে পড়েছে এবং গুলিতে বাড়ি ফেরার পথে  রাস্থায় আহত  হয়েছে  প্রবীর ধর নামে এক ব্যাক্তি। এছাড়া ১০ ঘন্টারও বেশি সময় ধরে চলমান যুদ্ধে গোলার শব্দে কম্পিত হচ্ছে পুরো তম্ব্রু সীমান্ত এলাকা।কাচা ঘরের বাসিন্দারা জীবন বাঁচাতে ভিড়  জমাচ্ছে পাকা ঘর গুলোতে। চলমান গোলাগুলির কারনে রাস্তাঘাটা ফাঁকা ও বাইরে যেতে সাহস পাচ্ছে না স্থানীয়রা।


আরও পড়ুন: বান্দরবানে নৌকার একক প্রার্থী বীর বাহাদুর



স্থানীয়রা আরও জানান, এরই মধ্যে কোনাক পাড়া বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ১৪ জন সেনা সদস্য।


ঘুমধুম ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন জানান,  মিয়ানমার থেকে ছোড়া গুলিতে তমব্রু এলাকার ১ জন আহত ও মিয়ানমারের  ১৪ জন সেনা সদস্য ক্যাম্পে আশ্রয় নিয়েছে বলে শুনেছি। যুদ্ধ এখনো চলমান রয়েছে বলে জানান তিনি।


জেবি/এসবি