জাতীয় পার্টি সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না: জাপা মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৩ পিএম, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

জাতীয় পার্টি সংসদের সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না উল্লেখ করে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘জাতীয় পার্টি সংসদের সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না, তারা সক্রিয়ভাবে জনগণের পক্ষে কথা বলতে চায়।’
রবিবার ( ৪ ফেব্রুয়ারি) বনানীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জাপা মহাসচিব বলেন, “আমরা বিএনপির মতো সরকার পতনের আন্দোলন করি না, আবার ক্ষমতায় যাওয়ার আন্দোলনও করি না।”
আরও পড়ুন: দখলদার ও লুটেরা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনগণ: রিজভী
আগামী ২ মার্চ রওশনপন্থীদের কর্মসূচি নিয়ে তিনি বলেন, “প্রতিটি দলেরই বিভিন্ন কর্মসূচি থাকে, কিন্তু তাদের (রওশনপন্থী) কর্মসূচিকে গুরুত্ব দেয়ার কিছু দেখছি না।”
কাকরাইল কার্যালয় দখলের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, “ব্যবস্থা নেয়ার কিছু দেখছি না, দলের কেউ কিছু করেনি। তবে বাইরের কেউ বাড়াবাড়ি করলে আইনগত ব্যবস্থা নেব।”
আরও পড়ুন: আন্দোলন যাত্রা থামবে না: মান্না
পিটার হাসের মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, “নির্বাচন সুষ্ঠু হয়নি সেটা আমরাও স্বীকার করি, তাদের মতামত ভিন্ন হতেই পারে। কিন্তু আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, তাই অবশ্যই তারা আমাদের সঙ্গে কাজ করবে।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পিআর পদ্ধতিতেই হবে আগামী সংসদ নির্বাচন: নায়েবে আমির ডা. তাহের

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আশাবাদী

জামায়াত আমিরের বাসভবনে গেলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সঙ্গে যে আলোচনা করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
