Logo

জাতীয় পার্টি সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না: জাপা মহাসচিব

profile picture
জনবাণী ডেস্ক
৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৫৩
জাতীয় পার্টি সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না: জাপা মহাসচিব
ছবি: সংগৃহীত

রবিবার ( ৪ ফেব্রুয়ারি) বনানীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জাতীয় পার্টি সংসদের সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না উল্লেখ করে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘জাতীয় পার্টি সংসদের সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না, তারা সক্রিয়ভাবে জনগণের পক্ষে কথা বলতে চায়।’ 

রবিবার ( ৪ ফেব্রুয়ারি) বনানীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জাপা মহাসচিব বলেন, “আমরা বিএনপির মতো সরকার পতনের আন্দোলন করি না, আবার ক্ষমতায় যাওয়ার আন্দোলনও করি না।”

বিজ্ঞাপন

আগামী ২ মার্চ রওশনপন্থীদের কর্মসূচি নিয়ে তিনি বলেন, “প্রতিটি দলেরই বিভিন্ন কর্মসূচি থাকে, কিন্তু তাদের (রওশনপন্থী) কর্মসূচিকে গুরুত্ব দেয়ার কিছু দেখছি না।”

বিজ্ঞাপন

কাকরাইল কার্যালয় দখলের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, “ব্যবস্থা নেয়ার কিছু দেখছি না, দলের কেউ কিছু করেনি। তবে বাইরের কেউ বাড়াবাড়ি করলে আইনগত ব্যবস্থা নেব।”

বিজ্ঞাপন

পিটার হাসের মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, “নির্বাচন সুষ্ঠু হয়নি সেটা আমরাও স্বীকার করি, তাদের মতামত ভিন্ন হতেই পারে। কিন্তু আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, তাই অবশ্যই তারা আমাদের সঙ্গে কাজ করবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD