সৌদি আরবে গাড়ি উল্টে প্রাণ হারালেন ফেনীর সম্রাট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪
সৌদি আরবে গাড়ি উল্টে দুর্ঘটনায় মারা গেলেন সম্রাট হোসেন (৩৫) নামে ফেনীর এক সৌদি প্রবাসী।
শনিবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় সৌদি আরবের আল কাসিম হইল শহরের শেহরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচা বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল ইসলাম শামীম ।
নজরুল ইসলাম শামীম সৌদি আরবে সম্রাটের সাথে কাজ করা সহকর্মীদের বরাত দিয়ে জানিয়েছেন, প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে সম্রাট নিজে গাড়ি চালিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, বাসা থেকে তিন কিলোমিটার দূরে মরুভূমি স্বরূপ স্থানে হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। সাথে থাকা তার অপর এক সহকর্মী আহত হন।
আরও পড়ুন: ৬০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ
জানা যায়, ফেনীর ছাগলনাইয়া থানার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের সুরুজ মিয়ার ছেলে নিহত সম্রাট। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে ৬ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। সর্বশেষ ২ বছর আগে দেশ এসে ছুটি কাটিয়ে গিয়েছিলেন। আসছে রমজানে তার দেশে আসার কথা ছিল। সম্রাটের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার
নিহতের চাচা নজরুল ইসলাম শামীম জানান, সৌদি আরবে তার সহকর্মীদের সাথে যোগাযোগ রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম বলেন, “সড়ক দুর্ঘটনায় প্রবাসে নিহত হওয়ার বিষয়টি তাকে কেউ জানায়নি।”
জেবি/এসবি