Logo

৯ দিনে প্রবাসী আয় এলো ৬৩ কোটি ডলার

profile picture
জনবাণী ডেস্ক
১২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:২২
62Shares
৯ দিনে প্রবাসী আয় এলো ৬৩ কোটি ডলার
ছবি: সংগৃহীত

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ডলার।

বিজ্ঞাপন

চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসের প্রথম ৯ দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স)  এলো ৬৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার এসেছে।  প্রবাসী আসার এই গতি চলমান থাকলে চলতি মাসেও দুই বিলিয়ন ডলার ছাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, ফেব্রুয়ারি মাসের  প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর (প্রতি এক ডলার সমান ১১০ টাকা ধরে) পরিমাণ প্রায় ৬ হাজার ৯৪৮ কোটি টাকা। সেই হিসেবে দিনে আসছে ৭ কোটি ডলার বা ৭৭০ কোটি টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরমধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার। পাশাপাশি বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ লাখ ৯০ হাজার ডলার।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গেল জানুয়ারিতে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২১০ কোটি ডলার বা ২৩ হাজার ১০০ কোটি টাকার বেশি। এর আগে ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD