আড়াই ঘণ্টা পর চালু হলো মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪
আড়াই ঘণ্টারও বেশি সময় পর আবারও সচল হয়েছে মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রোরেল সার্ভিস।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল বিষয়টি জানান। তিনি বলেন, বিকেল পৌনে ৪টা থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে মেট্রোরেলের ইলেকট্রিক তারের ওপর ঘুড়িটি পড়ে। এতে মেট্রোর চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ঘুড়ি আটকে মেট্রোরেল চলাচল বন্ধ
সহকারী ব্যবস্থাপক রায়হান খলিল জানান, ইলেকট্রিক তারের ওপর ঘুড়ি পড়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপরই তা মেরামতে কাজ শুরু করে ডিএমটিসিএল।
জেবি/এসবি