ভোলাহাটে বিএসএফের গুলিতে বাংলাদশী জেলে আহত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪


ভোলাহাটে বিএসএফের গুলিতে বাংলাদশী জেলে আহত
ছবি: জনবাণী

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসসিএফের গুলিতে এক জেলে আহত হয়েছেন। আহত ব্যক্তি ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের কলোনিপাড়া গ্রামের কুদ্দুস আলমের ছেলে জাহাঙ্গীর আলম (২৪)। 


শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে ভারত-বাংলাদেশের সিমান্ত মহানন্দা নদীতে ঘটনাটি ঘটে। 


আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বিজিবি সদস্যের


এ বিষয়ে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল গোলাম কিবরিয়া জানায়, ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরার সময় বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের মধ্যে প্রবেশ করায় ভারতের বিএসএফ সদস্যরা জাহাঙ্গীর কে লক্ষ্য করে গুলি ছুড়লে সে গুরুতর আহত হন। 


ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন জানায় ভোর সোয়া ৪ টার দিকে জাহাঙ্গীর নামের ব্যক্তি ডান হাতে গুলিবিদ্ধ অবস্থায় মেডিকেলে চিকিৎসা সেবা নিতে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।


আরও পড়ুন:চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত


উক্ত ঘটনার বিষয়ে জানতে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানায়, আহত ব্যক্তির ডান হাতে গুলি লাগে। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান ওসি।


আরএক্স/