বাউফলে চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪
পটুয়াখালী জেলা বাউফল উপজেলার আওয়ামীলীগ নেতা রেজাউল করিমকে (৫৫) হত্যা চেষ্টা মামলায় বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে ৷
সোমবার (১৯ ফেব্রুয়ারি) পটুয়াখালীর আমলী আদালতে দুই পক্ষের কৌশলীর মধ্যে শুনানী শেষে বিচারক আশিকুল ইসলাম আশিক ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান (৪০) সহ মোট ৪ আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আরও পড়ুন: বাউফলে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ৩
ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান পটুয়াখালী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে।
কারাগারে প্রেরন করা অপর ৩ আসামিরা হলেন- শাহাবুদ্দিন আকন (৩৮), রাসেল হাওলাদার (৩৬) ও আশরাফ উদ্দিন (৩৩)।
আরও পড়ুন: বাউফলে আ’লীগের দুই পক্ষের সভা, ১৪৪ ধারা জারি
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালের ২২ ডিসেম্বর আওয়ামীলীগ নেতা রেজাউল করিম নৌকা মার্কার উঠান বৈঠক থেকে বাড়ি ফেরার পথে তাকে উপর্যপুরি কুপিয়ে জখম করা হয়। পরে এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হওয়ার পর আসামিরা মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে গত ৩ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনে আসার পর আদালতে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করায় সোমবার ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসানসহ ৪ আসামিকে কারাগারে প্রেরন করা হয়।
জেবি/এসবি