সৈকতে মৃত ‘মা কচ্ছপের’ মিছিল, একদিনে মিলেছে ১৭ টি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪


সৈকতে মৃত ‘মা কচ্ছপের’ মিছিল, একদিনে মিলেছে ১৭ টি
ছবি: জনবাণী

কক্সবাজার সমুদ্র সৈকতে মৃত ‘মা কচ্ছপের’ যেন মিছিল চলছে। শুধু মাত্র একদিনে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ১৭ টি মৃত মা কচ্ছপ পাওয়া গেছে। পচে যাওয়া এসব কচ্ছপ মাটিতে পুঁতে দিয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা।


আরও পড়ুন:  সৈকতে আরও ২টি মৃত ‘মা কচ্ছপ’; পেটে ১৮৫ ডিম


বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি থেকে টেকনাফ পর্যন্ত ১৭ টি মৃত কচ্ছপ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫ টা) তিনি সহ বোরির কর্মকর্তারা টেকনাফে অবস্থান করছেন। আর কোথাও কচ্ছপ মৃত ভেসে এসেছে কিনা তা দেখছেন।


তিনি বলেন, ১৭ টি কচ্ছপই অলিভ রিডলি এবং নারী। যা মাটিতে পুতে দিয়েছি। প্রতিটি কচ্ছপই জালের সুঁতোয় পেছানো এবং আঘাত প্রাপ্ত। উপকুলে ডিম দিতে আসার সময় জেলেদের ফেলে দেয়া জাল, রশিতে পেছিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে এসব কচ্ছপের মৃত হয়েছে।


তারেকুল ইসলাম বলেন, জানুয়ারি থেকে ২৩ ফেব্রæয়ারির ১৭ টা সহ ৮৩ টি মৃত কচ্ছপ ভেসে এসেছে। যার মধ্যে শুধু মাত্র ৯ দিনে মিলেছে ৪০ টির বেশি। যার মধ্যে ৭ শতাধিক ডিমও সংগ্রহ করা গেছে।


আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে পরিবেশ দূষণ রোধে মানববন্ধন কর্মসূচি পালিত


এ পরিস্থিতি উদ্বেগজনক মন্তব্য করেছেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।


তিনি বলেন, বিষয়টি খুব গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। কণ জরুরি ভিত্তিতে জেলেদের সচেতন করার কাজও শুরু করা হয়েছে। জাল বা রশি যেন সমুদ্র পেলে না দেয়।


আরএক্স/