ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু সোমবার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪


ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু সোমবার
ফাইল ছবি

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি)  সংযুক্ত আরব আমিরাতে রাজধানী আবুধাবিতে শুরু হচ্ছে। 


আগামী ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশ্ব বাণিজ্য সংস্থার এই সম্মেলন। সম্মেলনে ৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।


২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তোলন ঘটবে, এমন প্রেক্ষাপটে এবারের সম্মেলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আরও পড়ুন: চিনির দাম বাড়লো কেজিতে ২০ টাকা


সাধারণত দুই বছর পর পর বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের কৃষি ও মৎস্যখাতের ভর্তুকি, মেধাস্বত্ত সুবিধা, ই-কমার্স এবং খাদ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে।


আরও পড়ুন: অগ্রণী ব্যাংকে স্যুট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা


বাংলাদেশ এসডিসিভুক্ত ও অন্যান্য উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, এবারের সম্মেলনে আমরা বাংলাদেশের জন্য কোনো নির্দিষ্ট বিষয়ে আলাদাভাবে ফোকাস করছি না। তবে এলডিসি থেকে উত্তরণ পরবর্তী শুল্কমুক্ত বাজার সুবিধা ও মেধাত্তসহ অন্যান্য বাণিজ্যিক সুবিধা যেন আরো কয়েক বছর অব্যাহত থাকে এটা আমরা চাচ্ছি।


জেবি/এসবি