ষষ্ঠ গ্রেডে লোক নেবে বিআইডব্লিউটিএ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪


ষষ্ঠ গ্রেডে লোক নেবে বিআইডব্লিউটিএ
ফাইল ছবি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জনবল নিয়োগের সংশোধিত পূর্ণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ষষ্ঠ গ্রেডে নৌ প্রকৌশলী, যান্ত্রিক প্রকৌশলী, প্রধান প্রকৌশলী (জাহাজ) পদে ৯ জনকে নিয়োগ দেবে বিআইডব্লিউটিএ।


আগ্রহী প্রার্থীদেরন আগামী ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম:  নৌ প্রকৌশলী, যান্ত্রিক প্রকৌশলী, প্রধান প্রকৌশলী (জাহাজ)।

পদসংখ্যা: ০৯

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা 

গ্রেড: ৬

বয়সসীমা: আগামী ১ মার্চ ২০২৪ তারিখে ২৭ থেকে ৪০ বছর। বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য (শুধু মাত্র বিআইডব্লিউটিএতে কর্মরতদের জন্য প্রযোজ্য) 


যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা, যন্ত্র প্রকৌশলে ডিগ্রী অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা যান্ত্রিক নৌ-প্রকৌশল/ তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমাসহ সহকারী প্রকৌশলী পদে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বাংলাদেশ নৌবাহিনীর সংশ্লিষ্ট শাখার সাব-লেফটেন্যান্ট।


আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের https://www.jobsbiwta.gov.bd ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: ৬০৯ টাকা। 

সূত্র: দৈনিক সমকাল, ২৫ মার্চ ২০২৪।


আরএক্স/