Logo

রাজউক ও গণপূর্তকে আরও সতর্ক হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৪, ২২:৩৪
70Shares
রাজউক ও গণপূর্তকে আরও সতর্ক হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

আমি মনে করি, এর বিরুদ্ধে অভিযান চালানো উচিত এবং চলবে

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অগ্নিকাণ্ড বন্ধ করতে রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) ও গণপূর্ত মন্ত্রণালয়কে আরও অনেক বেশি সতর্ক হতে হবে।

শনিবার (২ মার্চ) সকালে ঢাকায় আয়োজিত বাংলাদেশ মেডিসিন সোসাইটির ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামান্য একটা ভুলের জন্য ৪৫টা প্রাণ নিভে গেল, এর থেকে মর্মান্তিক আর কোনো কিছু হতে পারে না। আমার মনে হয়, রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে আরও অনেক বেশি সতর্ক হওয়া উচিত। আমি মনে করি, এর বিরুদ্ধে অভিযান চালানো উচিত এবং চলবে।

হাসপাতাল অনিয়ম নিয়ে মন্ত্রী আরও বলেন, হাসপাতালে সব ধরনের অনিয়ম বন্ধ করতে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান চলবে। তবে অতীতে কী হয়েছে সেসব মনে রাখা যাবে না। ইচ্ছা হলেই এখন থেকে অনিয়ম করে আর কোনো হাসপাতাল খোলা যাবে না। তবে আমি বাংলাদেশের সব হাসপাতাল বন্ধ করার পক্ষে নই। হাসপাতাল সবই থাকবে, সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও থাকবে। কিন্তু সেসব হাসপাতালগুলোকে নিয়ম মেনে যা যা ক্রাইটেরিয়া মেনে চলার দরকার সেগুলো অবশ্যই সবাইকে মেনে চলতে হবে বলে সাফ জানিয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই আগুনে এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।

শুক্রবার (১ মার্চ) ফের রাজধানীর ওয়ারির পেশওয়ারাইন রেঁস্তোরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এমএল/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD