আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, আজ থেকেই কার্যকর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪


আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, আজ থেকেই কার্যকর
ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে ফের দাম বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ফেব্রুয়ারি মাসের দাম থেকে মার্চ মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারে ৮ টাকা বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৮২ টাকা। এ নিয়ে টানা ৮ মাস এলপিজির দাম বৃদ্ধি করা হলো। ।


রবিবার (৩ মার্চ) নতুন দাম নির্ধারণ করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম  আজ সন্ধ্যা ৬টা থেকেইকার্যকর হবে।


আরও পড়ুন: ডাচ্ বাংলা ব্যাংকের মদনপুর শাখা স্থানান্তর


এর আগে গেল ৪ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এছাড়া গত ২ জানুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।


আরও পড়ুন: আজ থেকে প্রতি লিটার সয়াবিন তেল ১৬৩ টাকা


একইসাথে রবিবার অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৮ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। গেল ফেব্রুয়ারি মাসে যা মূসকসহ নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটার ৬৭ টাকা ৬৮ পয়সা।


জেবি/এসবি