বিএনপি নেতা ঢালীর মুক্তিতে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৪
নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষ-সহিংসতার ঘটনায় রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন জামিনের এ আদেশ দেন।
এ নিয়ে তার নামে থাকা ৯ মামলার সবকটিতেই জামিন পেলেন। ফলে তার মুক্তিতে আর কোনোও বাধা রইলো না বলে জানিয়েছে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
আরও পড়ুন: ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ
এর আগে বুধবার (৬ মার্চ) একই আদালত থেকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ হত্যাসহ ৫ মামলায় জামিন পান তিনি। এর আগে উচ্চ আদালত থেকে একটি ও নিম্ন আদালত থেকে দুটি মামলায় জামিন পান তিনি।
আরও পড়ুন: জামিন পেলেন ডেসটিনির রফিকুল আমিন
গেল বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢালীর নামে নয়টি মামলা হয়।
পরে ২১ নভেম্বর দুপুর ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে তিনি কারাগারে আছেন।
জেবি/এসবি