বৃষ্টির সংবাদ নেই, বাড়তে পারে তাপমাত্রা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১০ই মার্চ ২০২৪


বৃষ্টির সংবাদ নেই, বাড়তে পারে তাপমাত্রা
ফাইল ছবি

শীতের রেশ কেটে যাওয়ার পর দেশজুড়ে ধীরে ধীরে বেড়েছে তাপমাত্রার দাপট। ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৩ ডিগ্রিতে। এতে গরম বেশ অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিপ্তরের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চলতি মার্চে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি পর্যন্ত। সেই সঙ্গে এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। যা দেশবাসীর জন্য মোটেও সুসংবাদ নয়।


শনিবার (৯ মার্চ) পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ অবস্থায় আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। 


আরও পড়ুন: তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা


এদিন সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও কক্সবাজারে, ৩৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর মধ্যে রবিবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পাশাপাশি সোমবার (১১ মার্চ) দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আরও পড়ুন: আগামী সপ্তাহে আবারও ঝড়-বৃষ্টির আভাস


তবে মঙ্গলবার (১২ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


জেবি/এজে