Logo

প্রথমবারের মতো প্রিপেইড ওমরাহ কার্ড চালু করল ন্যাশনাল ব্যাংক

profile picture
জনবাণী ডেস্ক
১২ মার্চ, ২০২৪, ০৫:০২
52Shares
প্রথমবারের মতো প্রিপেইড ওমরাহ কার্ড চালু করল ন্যাশনাল ব্যাংক
ছবি: সংগৃহীত

উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন এক্সেকিউটিভ কমিটির চেয়ারম্যান

বিজ্ঞাপন

ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং মাস্টারকার্ড বাংলাদেশে প্রথম মাল্টি-কারেন্সি প্রিপেইড ওমরাহ কার্ড সেবা চালু করেছে। 

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানটি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার আনুষ্ঠানিকভাবে কার্ডটির  উন্মোচন করেন। 

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন এক্সেকিউটিভ কমিটির চেয়ারম্যান ও পরিচালক পারভীন হক সিকদার, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. সিরাজুল ইসলাম, পরিচালক লে. জেনারেল মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, পরিচালক সোহেল আলিম এবং উভয় প্রতিষ্টানের অন্যান্য কর্মকর্তাগণ সহ পার্টনার প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই প্রিপেইড মাস্টারকার্ডটি কার্ডধারীদের ওমরাহ সংক্রান্ত যাবতীয় খরচাদি যেমন ভ্রমণ, খাবার, বাসস্থান ইত্যাদির জন্য নিরাপদে পেমেন্ট করার সুবিধা দিবে। এছাড়াও বিশ্বের যেকোনো প্রান্তে এটিএম থেকে নগদ উত্তোলনের সুবিধা প্রদান করবে। এই প্রিপেইড কার্ডে কোনোরূপ বাৎসরিক ফী বা লোডিং ফী নেই। উপরন্তু, এই কার্ডটি একটি EMV চিপ এবং কন্ট্যাক্টলেস প্রযুক্তি সহ মাস্টারকার্ড কর্তৃক উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত যা যেকোনো প্রতারণামূলক কার্যকলাপের বিরুদ্ধে কার্ডধারীদের উচ্চতর সুরক্ষা প্রদান করবে ৷

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD