Logo

ইসলামী বইয়ে রমজান মাসব্যাপী ডিসকাউন্ট

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মার্চ, ২০২৪, ০৪:৫০
78Shares
ইসলামী বইয়ে রমজান মাসব্যাপী ডিসকাউন্ট
ছবি: সংগৃহীত

তবে অফারের আওতায় ইসলামিক বণিক.কম থেকে আল বিদায়া ওয়ান নিহায়া ক্রয় করলে পাওয়া যাবে

বিজ্ঞাপন

১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইসলামিক বণিক.কম এর উদ্যোগে প্রথম রমজান থেকে শুরু করে বিভিন্ন ইসলামী বইয়ে দিচ্ছে ডিসকাউন্ট।

রমজান উপলক্ষ্যে কোরআন, তরজমা ও তাফসির, ঈমান ও আক্বিদা, ইসলামি আমল, হাদিস ও সুন্নাত, ইসলামি আদর্শ ও মতবাদ, ইসলামি অনুবাদ, সমকালীন ইসলামি সাহিত্যসহ বিবিধ ইসলামি বই পাওয়া যাবে বিভিন্ন ছাড়ে । 

বিজ্ঞাপন

তবে অফারের আওতায় ইসলামিক বণিক.কম থেকে আল বিদায়া ওয়ান নিহায়া ক্রয় করলে পাওয়া যাবে ২০০/- টাকা ছাড়, বুখারী শরীফে ১০০/- টাকা, তাফসীর ইবনে কাছীর কিনলে পাওয়া যাবে ১৫০/- ছাড়, তাফসীরে মারেফুল কোরআনে,তিরমিযী শরীফে, সহীহ মুসলিম, রুহুল মা আনী, সিরাতুন নবী, বইয়ে ৫০/- ডিসকাউন্ট ঘোষণা করেছে ওয়েব সাইটটি, কোরআন শরীফ কলকাতা ছাপা নিলে পাবে ১০০/- ছাড়। 

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

 এছাড়া রমজান মাসে www.islamicbonik.com থেকে বই কিনলে নিশ্চিত উপহারের নিশ্চয়তা প্রদান করেছে ওয়েবসাইটটি। ওয়েবসাইটির পরিচালক পূর্নিমা আহমেদ জানান, রমজানে আমরা বিশেষ কিছু বইয়ে ডিসকাউন্ট দিয়েছি। সেইসাথে ১৫০০/- টাকার উপরে বই নিলে পাওয়া যাবে ফ্রি ডেলিভারি। আমাদের আরেকটি বৈশিষ্ট হলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে বই প্রদান করি ফলে ক্রেতা প্রতারিত হওয়ার সুযোগ নেই। 

বিজ্ঞাপন

ইসলামী বই ক্রয় করতে ওয়েবসাইটটি ঘুরের আসার আমন্ত্রণ জানিয়েছেন। তবে বই অর্ডার করার সময় অব্যশই জানাতে হবে আপনি রমজান অফারে বইটি কিনতে চাচ্ছেন। www.islamicbonik.com ওয়েব সাইটটি যাত্রা শুরু করার পর থেকে সিয়া সিত্তাহ কিতাবের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সিয়া সিত্তাহ কিতাব (৬সেট) রমজান মানে পাওয়া যাবে ১২৫০০/- টাকায়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD