Logo

আফগানিস্তানে ৩ সপ্তাহে তুষারপাত-বৃষ্টিতে নিহত ৬০

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মার্চ, ২০২৪, ২১:০০
81Shares
আফগানিস্তানে ৩ সপ্তাহে তুষারপাত-বৃষ্টিতে নিহত ৬০
ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

টানা তিন সপ্তাহ ধরে আফগানিস্তানে তুষারপাত ও বৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ৬০ জনের প্রাণহানি হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন  দেশটির দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ে মুখপাত্র জানান, গেল ২০ ফেব্রুয়ারি থেকে তুষার ও বৃষ্টিপাতের কারণে ৬০ জন মারা গেছেন এবং আরও ২৩ জন নানা দুর্ঘটনায় আহত হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “দুর্যোগে প্রায় এক হাজার ৬৪৫টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার গবাদি পশুও মারা গেছে।”

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মার্চ) প্রাদেশিক রাজধানী হেরাত শহরে একটি বাড়ির ছাদ ধসে পড়ে। এ ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত হন। প্রাদেশিক তথ্য থেকে জানা গেছে, প্রায় ২৫০টি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে এবং কৃষি জমির একটি বড় অংশই প্লাবিত হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD