Logo

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ মুস্তফা

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মার্চ, ২০২৪, ২১:৩৭
53Shares
ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ মুস্তফা
ছবি: সংগৃহীত

শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা

বিজ্ঞাপন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ মুস্তফাকে নিয়োগ দিয়েছেন।মোহাম্মদ মুস্তফা একজন অর্থনীতিবিদ এবং তিনি দীর্ঘসময় ধরে মাহামুদ আব্বাসের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা মোহাম্মদ মুস্তফা অতীতে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন বিভিন্ন পদে কর্মরত ছিলেন। শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন

এই প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দীর্ঘদিনের অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মুস্তফাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেছেন। গাজায় ওয়াশিংটনের যুদ্ধোত্তর দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের জন্য মার্কিন চাপের মুখে এই নিয়োগ দিলেন প্রেসিডেন্ট আব্বাস।

বিজ্ঞাপন

আল জাজিরার প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা অর্থনীতিবিদ এবং রাজনৈতিকভাবে স্বাধীনচেতা মুস্তফা এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য একটি নতুন সরকার গঠনের কাজ শুরু করবেন। মূলত ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে সীমিত ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মার্চ) নিয়োগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে মুস্তফাকে অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় প্রশাসনকে আবারও একীভূত করার, সরকার গঠনে সংস্কার, নিরাপত্তা পরিষেবা জোরদার ও অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনা করতে বলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস।

বিজ্ঞাপন

নতুন এই নিয়োগ পত্রের মাধ্যমে মুস্তফা সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহের স্থলাভিষিক্ত হয়েছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির মধ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তার উল্লেখ করে গত ফেব্রুয়ারিতে তার সরকারসহ পদত্যাগ করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

ফাতাহ পার্টির আধিপত্যপূর্ণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরে সীমিত পরিসরে স্ব-শাসন পরিচালনা করে। তারা ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ হামাসের কাছে হারিয়ে ফেলেছিল। ফাতাহ এবং হামাস এই সপ্তাহে মস্কোতে আলোচনার জন্য একত্রিত হবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

৬৯ বছর বয়সী মুস্তফা বিশ্বব্যাংকের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব ভার সামলিয়েছেন এবাদেও এর আগে তিনি ফিলিস্তিনের উপ-প্রধানমন্ত্রী এবং অর্থনীতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব ভার সামলিয়েছেন।

এমএল/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD